জাতীয় যুব দিবস উপলক্ষ্যে গৌরনদীতে প্রস্তুতি সভা
বরিশাল প্রতিনিধি ॥ আগামী ১ নবেম্বর জাতীয় যুব দিবস উদ্যাপন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার খান মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অর্গানাইজেশন ফর সোশাল্ ডেভেলপমেন্ট (ওএসডি)’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, টিপিডিও’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবু, শহীদ বাবু স্মৃতি সংস্থার সাধারন সম্পাদক কাজী শফিকুর রহমান স্বপন, সমাজ কল্যান প্রচেষ্টার নির্বাহী পরিচালক সাইদ বিন ভূইয়া পান্নু, ডিএইচডিও’র নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজু প্রমূখ।