জাতীয় বিশ্ববিদ্যালয়ের রবিবারের পরীক্ষা স্থগিত

26/10/2013 6:34 pmViews: 11

nu_8919প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রবিবার অনুষ্ঠেয় সম্মান প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষা আগামী ২ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়সূচি অনুযায়ী রবিবার রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ভূগোল ও পরিবেশ, নৃ-বিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ নভেম্বর অনুষ্ঠেয় এলএলবি শেষ বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Leave a Reply