পিন্টু মারা গেছেন

03/05/2015 4:28 pmViews: 9

পিন্টু মারা গেছেন

ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………….রাজেউন)। রাজশাহী কারাগারে বুকে ব্যাথা অনুভব করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর ১২টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ছয় বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। এর মধ্যে বিডিআর বিদ্রোহ মামলায় তাকে যাবজ্জীবন কারাদ- দেয় নিম্ন আদালত। ওই রায়ের বিরুদ্ধে তার দায়ের করা আপিল হাইকোর্টে বিচারাধীন রয়েছে। নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইস উদ্দিন জানান, বেলা ১২টার দিকে পিন্টুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তিনি মারা যান তার আগেই। কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয় বলে জানান ওই চিকিৎসক। গত ২০শে এপ্রিল নারায়ণগঞ্জ থেকে রাজশাহী কারাগারে নেয়া হয়েছিল পিন্টুকে। ২০০১ সালের নির্বাচনে পুরান ঢাকার লালবাগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নাসির উদ্দিন পিন্টু।

Leave a Reply