জাতীয় পার্টি লেজুড়বৃত্তির রাজনীতি করতে চায় না : জিএম কাদের
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি লেজুড়বৃত্তি রাজনীতি করতে চায় না। কারো পেছনে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো না।
বৃহস্পতিবার বিকালে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি ও জামায়াতকে মোটামুটি মাটির সঙ্গে মিশিয়ে ফেলতে অনেকটা সফলতা অর্জন করেছে আওয়ামী লীগ। এখন জাতীয় পার্টির জন্য একটি প্লাটফর্ম তৈরির সময় এসেছে। তাই দলকে সুসংগঠিত করতে নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আব্দুর সবুর আসুদ, লিয়াকত হোসেন চাকলাদার ও জেলা কমিটির সদস্য সচিব হাজরা সহিদুল ইসলাম বাবলু।
সম্মেলন শেষে হাবিবুর রহমানকে সভাপতি ও হাজরা সহিদুল ইসলাম বাবলুকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।