জাতীয় পার্টি ধ্বংসে ষড়যন্ত্র চলছে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের হাত থেকে দলকে রক্ষা ও শক্তিশালী করার লক্ষ্যে জি এম. কাদেরকে কো-চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব করা হয়েছে।
রবিবার বিকালে শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, তার অবর্তমানে জিএম কাদেরই দলের নেতৃত্ব দেবেন। বর্তমানে তার দল পূর্বের তুলনায় অনেক শক্তিশালী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১৫১টি আসনে জয়লাভ করে সরকার গঠন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকাদ্দমার কথা উল্লেখ করে বলেন, মামলার ভয়ে ভীত না হয়ে দলকে অকুতভয়ে এগিয়ে নিতে হবে। মনে রাখতে হবে ‘বীরভোগ্যা বসুন্ধরা’।
সদর উপজেলা জাতীয়পার্টির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জেলা জাতীয়পার্টির সভাপতি আলহাজ ইলিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
সম্মেলনে আলহাজ ইলিয়াস উদ্দিনকে সভাপতি ও শফিকুল ইসলাম ঠাণ্ডুকে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত করা হয় ।