‘জাতীয় পার্টিকে জনগণ বিরোধী দল মনে করে না

02/01/2016 8:23 pmViews: 10
‘জাতীয় পার্টিকে জনগণ বিরোধী দল মনে করে না’
জনগণ জাতীয় পার্টিকে (জাপা) বিরোধী দল মনে করে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান এইচএম এরশাদ।
শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর বিশেষদূত। সরকারে আমাদের মন্ত্রিত্ব রয়েছে। এতে জাতীয় পার্টির ইমেজ সংকট সৃষ্টি হয়েছে। দেশের জনগণ আমাদের প্রধান বিরোধী দল মনে করে না।’
তিনি বলেন, ইমেজ সংকটের কারণেই জাতীয় পার্টি পৌরসভা নির্বাচনে ভালো করতে পারেনি।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, পার্টির মহানগর কার্যালয়ে দলের কোন মন্ত্রীরা বসেন না। এমপিদের বসতে বলেছি, তারাও কেউ আসেন না।
এ সময় দলের নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় মঞ্চে জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply