জাতীয় পরিচয়পত্র নবায়নে ফি নির্ধারণ

23/06/2015 12:13 pmViews: 5

জাতীয় পরিচয়পত্র নবায়নে ফি নির্ধারণ

 

জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে তা পুনরায় নিতে ১০০ টাকা থেকে এক হাজার টাকা ফি দিতে হবে। ১লা সেপ্টেম্বর থেকে তা কার্যকর হবে জানিয়ে গতকাল প্রজ্ঞাপনের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তার আগ পর্যন্ত বিনা খরচেই জাতীয় পরিচয়পত্র নবায়ন করা যাবে। বর্তমানে ইসির তথ্যভাণ্ডারে বাংলাদেশের ৯ কোটি ৬২ লাখ ভোটারের তথ্য রয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ি ডুপ্লিকেট পরিচয়পত্র সংগ্রহ, সংশোধনে সাধারণ সময়ে অন্তত দুই শ’ টাকা এবং দ্বিতীয় ও তার পরের বার থেকে সর্বোচ্চ এক হাজার টাকা করে ফি দিতে হবে। ইসি সচিব বরাবর পে অর্ডার বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এ অর্থ পরিশোধ করতে হবে। ১লা সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত ফি দিতে হলেও সরকারি সংস্থা ও বিধিবদ্ধ কর্তৃপক্ষের সঙ্গে ইসির চুক্তির এককালীন চার্জ এখন থেকে কার্যকর হবে। এক্ষেত্রে নিবন্ধন তথ্য যাচাই ও তথ্য সরবরাহে ইসি এককালীন ৫ লাখ টাকা ফি নেবে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এ দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। আরও কিছু প্রতিষ্ঠানের সঙ্গে শিগগির চুক্তিবদ্ধ হতে যাচ্ছে ইসি।

Leave a Reply