জাতীয় পতাকাকে অসম্মানের অভিযোগ, অমিতাভ-অভিষেকের বিরুদ্ধে মামলা

18/06/2015 1:57 pmViews: 5

জাতীয় পতাকাকে অসম্মানের অভিযোগ, অমিতাভ-অভিষেকের বিরুদ্ধে মামলা

১৮ জুন ২০১৫,বৃহস্পতিবার

জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের বিরুদ্ধে ভারতের গাজিয়াবাদ আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা দুজন যেভাবে জাতীয় পতাকাকে গায়ে জড়িয়ে ছিলেন, তাতে জাতীয় পতাকার অসম্মান হয়েছে।

বিগ বি এবং জুনিয়র বচ্চনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন চেতন ধিমান নামে এক ব্যক্তি। এই ঘটনাটি ঘটেছিল অ্যাডিলেডে বিশ্বকাপ ক্রিকেটের ভারত-পাকিস্তানের ম্যাচের সময়।

ধিমানের আইনজীবীর দাবি, তার মক্কেল এবং তার পাঁচ বন্ধু দেখেছিলেন অশালীনভাবে বিগ বি এবং তার ছেলে জাতীয় পতাকাটি গায়ে জড়িয়ে রেখে ছিলেন।

অভিনেতাদের বিরুদ্ধে ১৯৭১ সালের প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল হনার অ্যাক্ট এবং ২০০২ সালের ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া ধারায় মামলা রুজু করা হয়েছে। দুজনকেই আদালতের সামনে হাজির হয় বিচার প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে।

Leave a Reply