জাতীয় নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার ব্যাপারে বিএনপি অনড়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অগণতান্ত্রিকভাবে কোনো দেশ চলতে পারে না। দেশের মানুষের দাবি আদায়ের জন্য যদি প্রাণও দিতে লাগে তবু বিএনপি গণতন্ত্র রক্ষা করবে। বিএনপি স্থানীয় সরকার নির্বাচন যেকোনো সরকারের অধীনে করবে। কিন্তু জাতীয় নির্বাচন নির্দলীয় ও অরাজনৈতিক সরকারের অধীনে করার ব্যাপারে অনড়।’
শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বিএনপির মনোনীত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক গণ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের কাছে খবর আছে দেশে অনেক তরুণকে ধরে নিয়ে যাচ্ছে, তবে তাদের পাওয়া যাচ্ছে না। বন্দুকের জোরে দেশ শাসন করছে সরকার। তবে বুলেটের চেয়েও শক্তিশালী ব্যালট। আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য সংগ্রাম, মুক্তিযুদ্ধ করা সংগঠন। কিন্তু আজ তারাই গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে কবরে পাঠিয়েছে। আজ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে নির্যাতন-নিপীড়ন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।’
সরকার অদ্ভূত বিরোধীদল দিয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল আরো বলেন, ‘আমরা সংসদে কথা বলতে চাই। নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে সংসদে সত্যিকারের সরকার ও শক্তিশালী বিরোধীদল দেখতে চাই।’