জাতীয় গ্রিডে যোগ হলো ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ২২ নম্বর কূপের খনন কাজ সম্পন্ন হয়েছে। বুধবার থেকে জাতীয় গ্রিডে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হয়েছে।
গত জানুয়ারি মাসে এর খনন কাজ শুরু হয়। রাশিয়ার রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সঙ্গে চুক্তির আওতায় ৮শ’ কোটি টাকা ব্যয়ে পাঁচটি কূপের মধ্যে তিতাস গ্যাস ক্ষেত্রের খননকৃত ৩নং কূপ এটি।
২২নং কূপের প্রকল্প পরিচালক আহমদ হোসেন জানান, দেশের গ্যাস সংকট নিরসনে তিতাস গ্যাস ক্ষেত্র ব্যাপক ভূমিকা রাখছে। দেশে ক্রমবর্ধমান গ্যাস চাহিদার কথা বিবেচনা করেই তিতাসের কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হচ্ছে।