জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে আটটায়

14/06/2016 4:53 pmViews: 6
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে আটটায়
 
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে আটটায়
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মসচিব মো. আবদুল জলিল। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে প্রধান জামাত সকাল নয়টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
আবদুল জলিল বলেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল সাতটায়। এরপর এক ঘণ্টা পরপর আরো চারটি জামাত হবে।
তিনি বলেন, প্রধান জামাতে রাষ্ট্রপতিসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply