জাতিসংঘে উড়বে ফিলিস্তিনি পতাকা

11/09/2015 4:52 pmViews: 5
জাতিসংঘে উড়বে ফিলিস্তিনি পতাকা

 

জাতিসংঘের সদর দফতরে ফিলিস্তিনের পতাকা উড়ানোর পক্ষে ভোট দিয়েছে সংস্থাটির বেশিরভাগ সদস্য। এতে দেশটির পতাকা জাতিসংঘে স্থান পাচ্ছে।

বৃহস্পতিবার জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত ভোটে ফিলিস্তিনের পক্ষে ১১৯টি সদস্য রাষ্ট্র ভোট দিয়েছে। আর এর বিপক্ষে ভোট দিয়েছে ৮টি দেশ। ৪৫টি দেশ ভোট দানে বিরত থাকে।

ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে ফ্রান্স, ইতালি, স্পেন, পোল্যান্ড, সুইডেনের মতো দেশ। আর ব্রিটেন, জার্মানি, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও সাইপ্রাস পক্ষে বা বিপক্ষে কোনটাতেই ভোট দেয়নি। তবে ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছে ইসরাইল, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও ছোট চারটি দ্বীপরাষ্ট্র।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর পতাকা উড়ানোর বিষয়টিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পথে এক ধাপ এগুলো বলে উল্লেখ করেছেন। এটা ফিলিস্তিনিদের মনে নতুন আশার সৃষ্টি করবে বলেও মন্তব্য করেন তিনি।

তবে ইসরাইল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্র জাতিসংঘের এ পদক্ষেপের সমালোচনা করেছে।

Leave a Reply