জাতিসংঘের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন : হান্নান শাহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন জাতিসংঘের মাধ্যমে করার কানাঘুষা শুরু হয়েছে। তিনি শনিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি রাজনৈতিকভাবে বিজয়ী হয়েছে। সরকারের পরাজয় হয়েছে। কারণ ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত দুই ধাপের নির্বাচন দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ হয়েছে। সরকারও হয়েছে প্রশ্নবিদ্ধ। এখন সরকারের মনেও ভয় ধরেছে। ইতিমধ্যেই আগামী জাতীয় নির্বাচন এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে না করে, যেখানে গণতান্ত্রিক অধিকার বা ব্যবস্থা নেই কিংবা পৃথিবীর অন্যান্য গোলযোগপূর্ণ এলাকার মতো জাতিসংঘের মাধ্যমে করার কানাঘুষা শুরু হয়েছে।
হান্নান শাহ আরো বলেন, সরকার বিগত সময়ে যেমন সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে, বর্তমানেও শফিক রেহমানকে গ্রেপ্তারের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে।