জাতির উদ্দেশে বাইডেনের ভাষণ: রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত পদক্ষেপের ঘোষণা

24/02/2022 8:52 pmViews: 9

জাতির উদ্দেশে বাইডেনের ভাষণ: রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত পদক্ষেপের ঘোষণা আসবে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে রাশিয়ার “অপ্ররোচনাহীন এবং অন্যায় হামলার” নিন্দা জানিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিশ্ব রাশিয়া এবং দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জবাবদিহি করবে।

ইউএসএ টুডে এ খবর দিয়ে জানিয়েছেঃ বাইডেন বলেছেন যে তিনি বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওই ভাষণে তিনি ইতিমধ্যেই রাশিয়ার উপর যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞার বাইরে আরো অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেবেন।

বুধবার রাতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন টেলিভিশন ভাষণে বলেছিলেন যে রাশিয়া পূর্ব ইউক্রেনে সামরিক অভিযান চালাবে তার মাত্র কয়েক মিনিট আগে হোয়াইট হাউজ থেকে এ তথ্য জানানো হয়।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন পূর্বপরিকল্পিত এক যুদ্ধ বেছে নিয়েছেন যার ফলে মানুষের জীবনের যেমন খুব ক্ষতি হবে তেমনি এর পাশাপাশি মানবিক দুর্ভোগও হবে।’

Leave a Reply