জাজের ছবিতে দেব

03/04/2016 11:17 amViews: 36

জাজের ছবিতে দেব

 

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনায় নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছে। কলকাতার অঙ্কুশ, ওম ও জিতের পর এবার জাজের ছবির নায়ক হিসেবে দেখা যাবে সুপারস্টার দেবকে। যৌথ প্রযোজনার ছবিটির নাম, পরিচালক কিংবা নায়িকা এখনও চূড়ান্ত না হলেও নায়ক দেবের সঙ্গে কথাবার্তা অনেকটাই চূড়ান্ত বলে নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
এ প্রসঙ্গে তিনি মানবজমিনকে বলেন, নতুন ছবির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। নায়ক দেবের সঙ্গে কথাবার্তা হয়েছে। মোটামুটি নিশ্চিতই বলতে পারেন। আশা করছি এটা নতুন এক চমক হবে। এদিকে কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার এ ছবিতে দেব অভিনয় করবেন এমন খবরে হইচই পড়ে যায় এরই মধ্যে। সেই সঙ্গে গুঞ্জনও শোনা যাচ্ছে ছবিতে তার নায়িকা হিসেবে থাকছেন বাংলাদেশের মাহিয়া মাহি। তবে এ গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আবদুল আজিজ বলেন, মাহির বিষয়টি আমাদের মাথায় নেই। আর তা ছাড়া আমরা এখনও নায়িকার বিষয়ে কিছু চূড়ান্ত করিনি। সব চূড়ান্ত হলে শিগগিরই জানাবো সবাইকে।

Leave a Reply