জাকির নায়েকের সম্পত্তি জব্দ
জাকির নায়েকের সম্পত্তি জব্দ
ভারতের আলোচিত ইসলাম প্রচারক জাকির নায়েকের ১৮ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সোমবার মিউচুয়াল ফান্ড, স্থায়ী সম্পত্তি ও ব্যাংক ব্যালেন্সে এ পরিমাণ সম্পদ জব্দ করা হয়। এ সম্পদ দক্ষিণ মুম্বাইয়ের ডংরিভিত্তিক এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের।
সন্ত্রাস বিরোধ আইনে তার বিরুদ্ধে করা মামলার বিষয়ে জানার জন্য আগামী ৩০ মার্চের মধ্যে সদর দফতরে হাজির হতে জাকির নায়েককে দ্বিতীয় নোটিশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)।
জাকির নায়েক ও তার এনজিও-র বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগও আনা হয়েছে।
এর আগে চলতি মাসের ১৪ তারিখে আলোচিত এই ধর্মপ্রচারককে প্রথম নোটিশ পাঠানো হয়েছিল।
গত বছরের নভেম্বরে জাকির ও তার সঙ্গীদের নামে এফআইআর রুজু করে এনআইএ। তাদের অভিযোগ, মুসলিম যুবকদের ক্ষেপিয়ে তুলে সন্ত্রাস ছড়ানোর ছক ছিল জাকিরের।
ইউএপিএ-র আওতায় ভারত সরকার ইতোমধ্যেই জাকির নায়েকের এনজিও-কে বেআইনি সংস্থা বলে ঘোষণা করেছে। সম্প্রতি দিল্লি হাইকোর্ট সেই পদক্ষেপ সঠিক বলে রায় দিয়েছে। আদালতের অভিমত, জাকিরের আইআরএফ, তার প্রেসিডেন্ট ও সদস্যরা ‘বেআইনি কার্যকলাপে’ মদত দিয়েছেন। অবশ্য যাবতীয় অভিযোগ খারিজ করেছেন জাকির নায়েক।
ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় জড়িত সন্ত্রাসবাদীরা জাকিরের ভাষণে উদ্ধুদ্ধ হয়েছিল বলে অভিযোগ উঠায় সৌদি আরবে সফররত নায়েক আর দেশে ফিরেননি।