জাকারবার্গই থাকছেন ফেসবুকের সকল ক্ষমতার অধিকারী

22/06/2016 10:39 amViews: 3
জাকারবার্গই থাকছেন ফেসবুকের সকল ক্ষমতার অধিকারী
 
জাকারবার্গই থাকছেন ফেসবুকের সকল ক্ষমতার অধিকারী
মার্ক জাকারবার্গের হাতেই থাকছে ফেসবুকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। আজীবন এই ক্ষমতার অধিকারী থাকবেন তিনি। সম্প্রতি ফেসবুকের শেয়ার হোল্ডাররা ৫ দশমিক ৭ মিলিয়ন ক্লাস-সি শেয়ার তৈরির প্রস্তাবটি অনুমোদন দিয়েছেন যেখানে এই কথা বলা হয়েছে। এই নিয়মের অধীনে ক্লাস-সি শেয়ার তৈরির কারণে ‘নন-ভোটিং স্টক’ বিক্রি করতে পারবেন জাকারবার্গ। এই ক্ষমতাই তাকে ফেসবুক নিয়ন্ত্রণের সুযোগ দেবে। বর্তমানে জাকারবার্গের হাতে আছে ক্লাস-এ শেয়ার ৪০ লাখ ও ক্লাস-বি শেয়ার আছে ৪১ কোটি ৯০ লাখ। সাম্প্রতিক সময়ে ফেসবুকের জাকারবার্গের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেকেই তার ক্ষমতা কমিয়ে আনার ব্যাপারেও বলেছিলেন।

Leave a Reply