জর্ডানের কাছেও বড় ব্যবধানে হার বাংলাদেশের

08/09/2015 8:21 pmViews: 6
জর্ডানের কাছেও বড় ব্যবধানে হার বাংলাদেশের
বিশ্বকাপ বাছাইপর্বে জর্ডানের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ।

মঙ্গলবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের চতুর্থ ম্যাচে জর্ডানের কাছে হার মানে লাল-সবুজরা।

রক্ষণাত্মক কৌশলে মূল ভিত্তি থাকলেও মাঝে-মধ্যেই আক্রমণ রচনা করেছেন মামুনুলরা। কিন্তু শুরুতেই গোল হজম করেন তারা।

খেলা শুরুর ১৪ মিনিটেই বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে জর্ডানকে এগিয়ে নেন আবদাল্লাহ দিভ। এরপর ৩৩ মিনিটে সংঘবদ্ধ একটি আক্রমণের সফল সমাপ্তি টেনে ব্যবধান ২-০ করেন জর্ডানের মন্তার আবু আমারা।

বাংলাদেশও কিছু জোড়ালো আক্রমণ তৈরি করতে পেরেছিলো। কিন্তু ফরোয়ার্ডের ব্যর্থতায় তা কাজে লাগানো যায়নি। ম্যাচের ৩২ মিনিটে গোল পাওয়ার এক দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন জুয়েল রানা। কিন্তু জুয়েল রানার বাড়ানো বল জর্ডানের ফাঁকা গোলপোস্ট লক্ষ্য করে শট নিতে পারেননি অভিজ্ঞ ফরোয়ার্ড এমিলি। উল্টো এর পরের মিনিটেই দ্বিতীয় গোলটি হজম করতে হয়েছে বাংলাদেশকে। প্রথমার্ধের শেষদিকে আরও একবার সুযোগ পেয়েছেন জুয়েল রানা। তবে কাজে লাগাতে পারেননি তিনি।

প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে থেকে ৫৭ মিনিটে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। এর ২ মিনিট পরই আবারও গোল পায় জর্ডান। চতুর্থ গোলটি করেছেন ইয়াসিন বাখিত।

খেলা শেষ হয় ৪-০ গোলের ব্যবধানে। ফলে আরও একবার হতাশা নিয়েই ঘরে ফেরেন স্বাগতিক দর্শকরা।

Leave a Reply