জরুরি অবস্থা জারির ঘোষণা প্রধানমন্ত্রীর ইরাকের মসুল শহর বিদ্রোহীদের দখলে
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে নিয়েছে বিদ্রোহী জঙ্গি সন্ত্রাসীগোষ্ঠী। এ ঘটনায় দেশটিতে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি। একি সাথে তিনি শহর পুনরুদ্ধারে আন্তর্জাতিক গোষ্ঠীর সহযোগিতাও চেয়েছেন। খবর আল-জাজিরা।
খবরে বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠী সরকারের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। কয়েক হাজার বন্দীকে কারাগার থেকে মুক্ত করে তাদেরকে নিয়ে গেছে স্থানীয় একটি বিমান বন্দরে।
প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি বলেন, আমরা কখনো মুসল শহরকে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে যেতে দিতে পারি না। আমি সন্ত্রাসের মোকাবেলায় এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহবান জানাচ্ছি।