জরুরি অবস্থায় এরদোগানের প্রথম ডিক্রি
জরুরি অবস্থায় এরদোগানের প্রথম ডিক্রি
জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির পর প্রথম ডিক্রি বা হুকুম জারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এতে বলা হয়েছে, অভ্যুত্থান চেষ্টায় জড়িত সন্দেহে কোন ব্যক্তিকে কোন অভিযোগ ছাড়াই আটক করে ৪ দিনের পরিবর্তে ৩০ দিন পর্যন্ত আটকে রাখা যাবে। ওদিকে অভ্যুত্থানের সঙ্গে জড়িত বলে আঙ্গুল তোলা হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী তুরস্কের যে ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের দিকে তার এক নিকট আত্মীয়কে গ্রেপ্তার করেছে তুরস্ক। তার নাম মুহাম্মদ সাইত গুলেন। তিনি ফেতুল্লাহ গুলেনের ভাতিজা। এ ছাড়া এরই মধ্যে গুলেনপন্থি ২ হাজারেরও বেশি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। জরুরি অবস্থার অধীনে পার্লামেন্টের অনুমতি ছাড়াই প্রেসিডেন্ট এরদোগান যেকোন সিদ্ধান্ত নিতে ও তা কার্যকর করতে পারবেন। এর ফলে সমাজবিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে, তিনি বেশি স্বৈরাচারী হয়ে উঠতে পারেন। নতুন যে ডিক্রি তিনি জারি করেছেন তাতে কোন ব্যক্তিকে আটক করে তার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য ৩০ দিন আটক রাখার কথা বলা হয়েছে। এ ছাড়া বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন বেসরকারি ১০৪৩টি স্কুল ও ১২২৯টি দাতব্য প্রতিষ্ঠান ও সেবা প্রতিষ্ঠান। সরকারের ধারণা, এসব প্রতিষ্ঠানের সঙ্গে কোন না কোনভাবে যোগসূত্র রয়েছে ফেতুল্লাহ গুলেনের। গত ১৫ই জুলাই যে অভ্যুত্থান চেষ্টা হয় তার মূলহোতা বলে সরকার মনে করছে এই ধর্মীয় নেতাকে। কিন্তু তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। তাকে দেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেছে তুরস্ক। জবাবে যুক্তরাষ্ট্র বলেছে, উপযুক্ত আইনি প্রমাণ দিতে পারলে তাকে ফেরত পাঠাবে তারা। অভ্যুত্থান চেষ্টা পরবর্তীতে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৬০ হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত, আটক বা তদন্তের অধীনে রাখা হয়েছে।