জরিপে এগিয়ে হিলারি
জরিপে এগিয়ে হিলারি
সর্বশেষ জনমত জরিপে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে গেলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। সোমবার সিবিএস নিউজ জাতীয় পর্যায়ে টেলিফোনে এই জরিপ চালায়। তাতে হিলারি ক্লিনটন পেয়েছেম শতকরা ৪৬ ভাগ সমর্থন। প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন শতকরা ৩৯ ভাগ ভোট। অর্থাৎ ট্রাম্পের চেয়ে শতকরা ৭ ভাগ বেশি সমর্থন পেয়েছেন হিলারি। রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন চলার সময় তাদের দু’জনের জনপ্রিয়তা ছিল সমান সমান। দু’জনেই শতকরা ৪২ ভাগ সমর্থন পেয়েছিলেন। জাতীয় পর্যায়ে এখন পর্যন্ত যেসব জরিপ পরিচালিত হয়েছে তাতে অবশ্য ট্রাম্প ও হিলারির ব্যবধান খুব বেশি নয়। হিলারি পেয়েছেন শতকরা ৪৪ ভাগ সমর্থন। ট্রাম্প পেয়েছেন শতকরা ৪১ ভাগ সমর্থন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমস। এতে বলা হয়, সম্প্রতি এমন জরিপ পরিচালনা করেছে সিবিএস, সিএনএন, মর্নিং কনসাল্ট, পাবলিক পলিসি পোলিং ও রাবা রিসার্স। এর সবগুলোতেই হিলারি ক্লিনটন এগিয়ে আছেন। সিসিএসের জরিপে হিলারি এগিয়ে আছেন শতকরা ৭ ভাগ সমর্থনে। সিএনএনের জরিপে এগিয়ে আছেন শতকরা ৯ ভাগ। মনিং কনসাল্টের জরিপে হিলারি এগিয়ে আছেন শতকরা ৩ ভাগ, পাবলিক পলিসি পোলিংয়ে তিনি এগিয়ে আছেন শতকরা ৫ ভাগ ও রাবা রিসার্চে এগিয়ে আছেন ১৫ ভাগ সমর্থন বেশি পেয়ে।