জয়কে প্রার্থী চায় রংপুর আওয়ামী লীগ

21/09/2013 8:39 amViews: 19

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে রংপুর-৩ (সদর) আসন থেকে প্রার্থী করার দাবি জানিয়েছেন রংপুরx956.jpg.pagespeed.ic_.Sw5Cf4BqLm-300x300 জেলার তৃণমূল নেতারা। এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে মহাজোটগতভাবেই নির্বাচন করারও দাবি জানান তারা।

আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ধারাবাহিক মতবিনিময় সভায় শুক্রবার রাতে এ দাবি জানান রংপুর আওয়ামী লীগ। এ মতবিনিময় সভায় রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা ও পাবনা জেলারা অংশ নেন। বৈঠক সূত্র এ খবর নিশ্চিত করেছে।

বৈঠক সূত্র আরো জানায়, পাবনা-২ আসনের সংসদ সদস্য একে খন্দকারকে বয়সের কারণে এবং পাবনা-৩ আসনের মকবুল হোসেনকে জনবিচ্ছন্নতার কারণে আগামী নির্বাচনে প্রার্থী না করার দাবি জানান তৃণমূল নেতারা। এছাড়াও পাবনা-৪ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মারপিট দলের মধ্যে গ্রুপিং সৃষ্টির অভিযোগও করা হয়।

সূত্রমতে, রংপুর জেলা, মহানগর এবং আটটি উপজেলার নেতারাই জয়কে প্রার্থী করার দাবি জানান। কারণ হিসেবে তারা বলেন, আগের অবস্থার চেয়ে রংপুরে এখন আওয়ামী লীগের অবস্থা ভালো। এই সময়ে রংপুর-৩ থেকে জয়কে প্রার্থী করলে তার ইমেজ পুরো রংপুরে প্রভাব ফেলবে। জেলার পাশাপাশি পাশের জেলাগুলোতেও আওয়ামী লীগ চাঙ্গা হয়ে উঠবে।

আগামী জাতীয় নির্বাচন মহাজোটগতভাবে করলেই ভালো হবে এমনও বলেন রংপুরের নেতারা। তবে শেখ হাসিনা এর জবাবে সরাসরি কিছু বলেননি বলে সূত্র জানায়। প্রসঙ্গত, জয় রংপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য।

সূত্র জানায়, দলীয় সভানেত্রীকে রংপুর আওয়ামী লীগের নেতারা রংপুর-৬ আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান। তারা বলেন, এই এলাকা আপনার শ্বশুর বাড়ি। এই অঞ্চলের মানুষ আপনাকে প্রার্থী হিসেবে চায়। আপনি নির্বাচন করলে নিরঙ্কুশভাবে জয়ী হবেন।

সভা সূত্রে জানা যায়, সভায় জেলা বা মহানগর থেকে নেতারা বক্তব্য দেয়া থেকে বিরত থাকেন। তবে, প্রতিটি উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।

Leave a Reply