জমিজমা নিয়ে বিরোধ লালমোহনে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু : আহত ৬ : গ্রেফতার ৩
লালমোহনে নিহত বৃদ্ধ মোঃ হোসেন এর লাশের পাশে স্বজনদের আহাজারী।
লালমোহন সংবাদদাতা : ভোলার লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে দুগ্রুপের সংঘর্ষে মোঃ হোসেন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬ জন।
বুধবার উপজেলার চরভূতা ইউনিয়নের মুগুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হোসেন উপজেলার চরভূতা ইউনিয়নের ৮ ওয়ার্ডের মৃত ওমর আলী ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার মুগুরিয়া গ্রামে বুধবার দুপুর ২টার দিকে বিরোধপূর্ণ জমিতে মালেক চৌকিদার গংরা সুপারি পাড়তে গেলে হোসেন গংরা বাধা প্রদান করলে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোঃ হোসেন (৭০) নূরে আলম (৪০), মফিজুল ইসলাম (৪৫), রোকেয়া (৪৫), বজলু (৩৫), আঃ জলিল (৫০), নাজমা (১৮) ও ইয়ানুর (৩০) গুরুতর আহত হয়। আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করা হলে সন্ধার পর মো: হোসেন মারা যায়। পরে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। এব্যাপারে নিহতের ছেলে মনিরুল বাদী হয়ে ১৮ জনকে আসামী করে বুধবার রাতে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। থানা পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আ: মালেক, কবির, মনোয়ারা, নামের ৩ জনকে গ্রেফতার করেছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সততা নিশ্চিত করেছেন।