জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হল মান্না ‘উৎসব’

02/01/2016 3:03 pmViews: 7
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হল মান্না ‘উৎসব’
 
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হল মান্না 'উৎসব'
জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মত পালিত হল মান্না উৎসব ২০১৬ : ড্রিমস অফ মান্না। তারকাদের নাচ-গানে রঙিন হয়ে উঠেছিল উৎসবটি। এ যেন তারকাদের একটি মহা মিলন মেলা। বাংলাদেশ শিশু একাডেমীর উন্মুক্ত মঞ্চে শুক্রবার সন্ধ্যায় এর আয়োজন করে মান্না ফাউন্ডেশন ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।নায়ক মান্না আজ আমাদের মাঝে নেই কিন্তু তাকে ঘিরেই মুখরিত হয়ে উঠেছিল  দেশের শিশু একাডেমীর উন্মুক্ত মঞ্চটি।
অনুষ্ঠানটির আয়োজনের মধ্যে ছিল নায়ক মান্না অভিনীত চলচ্চিত্রের গান নিয়ে একটি জাঁকজমকপূর্ণ সন্ধ্যা।এর মধ্যে ‘লাল বাদশা’ গানের অংশ-বিশেষের তালে নেচেছেন অমিত হাসান ও পপি। জায়েদ খান ও আইরিন নেচেছেন মান্নার প্রিয় ইংরেজি গান টম ক্রুজ অভিনীত ‘টপ গান’ ছবির ‘টেক মাই ব্রেড অ্যাওয়ে’র তালে। গানটি গেয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত মেহরাব। ‘ঈশ্বর আল্লাহ বিধাতা জানে’ গানের সঙ্গে নেচেছেন সায়মন ও শিরিন শিলা।ইমন ও আলিশা প্রধান নেচেছেন ‘এই হৃদয়ের সাদা কাগজে’ গানের সঙ্গে। আমিন খান নেচেছেন ‘আম্মাজান’ গানের তালে। কলকাতা থেকে অভিরূপ ও দেবলীনা পরিবেশন করেন উচ্চাঙ্গ নৃত্য। এরপর ‘লুটতরাজ’ ছবির ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ গানের তালে নেচেছেন তারকা দম্পতি ওমর সানি-মৌসুমি।
উৎসবে গান গেয়েছেন কণা, মনির খান। মান্নার স্ত্রী শেলী মান্নার আত্মীয় কান্তা পেশায় বিমানবালা। তিনি শুনিয়েছেন ‘হাবিবি’ গানের সুরে বাংলা গান।
আয়োজনের মধ্যে আরও ছিল বুলবুল টুম্পার কোরিওগ্রাফিতে ফ্যাশন শো। তারকাদের পরিবেশনার আগে ছয় গুণী শিল্পীকে দেওয়া হয় মান্না স্মৃতিপদক। তারা হলেন- চাষি নজরুল ইসলাম (মরণোত্তর), রাজ্জাক, আনোয়ারা, শবনম, কাজী হায়াৎ ও সুচন্দা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থাপনা করছেন জনপ্রিয় দুই অভিনেতা রিয়াজ ও ফেরদৌস।

Leave a Reply