জন্ম নিল যমজ, তবু ভিন্ন বছর!

03/01/2014 3:58 pmViews: 7

child 03-01-14জন্ম নিল যমজ। কিন্তু একজনের নামের পাশে লিখতে হলো ২০১৩। আর অন্য জনের নামের পাশে ২০১৪! ব্যাপারটা কেমন! এমন ঘটনাও ঘটেছে আবার দুইটি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও কানাডার টরেন্টোতে এ ঘটনা দুটি ঘটে।

ওই দুই মা তাদের ২০১৩ সালের শেষে দুই সন্তানের জন্ম দেওয়ার সাথে সাথেই ২০১৪ সালের প্রথমেও দুই সন্তানের জন্ম দিলেন। মাত্র কয়েক মিনিটের ব্যবধান। তার মধ্যেই ওই দুই মায়ের দুই সন্তান দুই ভিন্ন বছরের পৃথিবীর প্রথম আলো দেখল।

ওয়াশিংটনের ঈয়ালেনি স্যান্তোস তোহালিনো নামের এক মা তার প্রথম মেয়ে সন্তানের জন্ম দেন ২০১৩ সালের ৩১ ডিসেম্বর, রাত ১১টা ৫৮ মিনিটে। পরে ২০১৪ সালের ১ জানুয়ারি রাত ১২টা ১মিনিটে এই শিশু মেয়ের যমজ ভাই ভূমিষ্ট হয়।

অন্যদিকে টরেন্টোতে ২০১৩ সালের ডিসেম্বরের ৩১ তারিখ রাত ১১টা ৫২ মিনিটে লিন্ডসে সালাগুইরো নামের এক মা জন্ম দেন এক মেয়ে সন্তানের। পরে ২০১৪ সালের শুরুর রাত ১২টা ৩৮ সেকেন্ডে জন্ম নেয় আরেক সন্তান।

– See more at: http://www.1newsbd.com/index.php/different/35388-2014-01-03-08-51-00#sthash.i376bCtE.dpuf

Leave a Reply