জন্মদিনে কেক কাটছেন না খালেদা জিয়া
ফাইল ছবি
এবার জন্মদিনের কেক কাটছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।
শায়রুল কবির বলেন, সারা দেশে বন্যা কবলিত মানুষের দুঃখ-দুর্দশার কারণে এবার বিএনপি চেয়ারপারসন তার জন্মদিন আড়ম্বরভাবে পালন করবেন না। প্রথম প্রহরে তার কেক কাটার কর্মসূচি বাতিল করা হয়েছে।
চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের পাশাপাশি পল্টনে বিএনপির দলীয় কার্যালয়েও কেক কাটার অনুষ্ঠান করা হবে না বলে জানিয়েছেন দলের নেতা-কর্মীরা।
প্রতি বছর ১৫ আগস্ট প্রথম প্রহরে দলের নেতা-কর্মীদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।