জন্মদিনের চিঠিতে যুক্তরাষ্ট্রের কাছে পাওনা চাইলেন ফিদেল ক্যাস্ট্রো

15/08/2015 6:23 pmViews: 7
জন্মদিনের চিঠিতে যুক্তরাষ্ট্রের কাছে পাওনা চাইলেন ফিদেল ক্যাস্ট্রো

অর্ধ শতাব্দীর বৈরিতার অবসান ঘটিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে দূতাবাস খুলেছে কিউবা। আর শুক্রবার কিউবার রাজধানী হাভানায় খোলা হচ্ছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। এমন বন্ধুত্বপূর্ণ মুহূর্তেও মার্কিন পররাষ্ট্র এবং অর্থনীতির সমালোচনা করেছেন কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ট্রো। নিজের ৮৯তম জন্মদিনে জাতির উদ্দেশ্যে লেখা এক চিঠিতে এই সমালোচনা করেন তিনি। দাবি করেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের কাছে তার দেশের পাওনা রয়েছে কয়েক মিলিয়ন ডলার।’ শুক্রবার মার্কিন সেক্রেটারি জন কেরির উপস্থিতিতে হাভানায় পুনরায় মার্কিন দূতাবাস চালু হওয়ার কথা। এর আগেই চিঠিতে ক্যাস্ট্রো বলেন, আমেরিকার কাছে কিউবার কোটি কোটি ডলার পাওনা রয়েছে। ১৯৬০ সালে কিউবার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের ফলে যুক্তরাষ্ট্রের উচিত কিউবাকে অর্থ দেয়া। কারণ এর ফলে কিউবার অনেক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। অর্ধ শতাব্দীরও বেশি সময় পরে দূতাবাস খোলার মাধ্যম দেশ দুটির মাঝে পুনরায় কূটনৈতিক সম্পর্ক ভালো হতে যাচ্ছে বলে বিশ্লেষকেরা মনে করেন। কিন্তু কাস্ট্রো মনে করেন এই নিষেধাজ্ঞা তুলে ফেলার পরই সম্পর্ক ভালো হওয়া সম্ভব।

জন্মদিনের চিঠিতে ক্যাস্ট্রো আরও বলেন, কিউবা সব সময় শান্তি চায় এবং শান্তি প্রতিষ্ঠায় তারা কখনোই তাদের লড়াই থামাবে না। তিনি বলেন, ‘আমরা মানবজাতির শান্তি প্রতিষ্ঠায় কখনোই পিছপা হবো না। সে যে দেশ, জাতি বা বর্ণেরই হোক না কেন।’

এর আগে গেলো জানুয়ারিতে লেখা একটি চিঠিতে ক্যাস্ট্রো বলেছিলেন, ‘আমি মার্কিন নীতিতে বিশ্বাস করি না। আমি তাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনাও করিনি। তবে তার মানে এই নয় যে আমি সহিংসতার শান্তিপূর্ণ সমাধান গ্রহণ করবো না।’

Leave a Reply