জনসমুদ্রে পরিণত ১৮ দলের সমাবেশস্থল
জনতার ঢলে জনসমুদ্রে পরিণত হয়েছে ঢাকা মহানগর ১৮ দলের সমাবেশস্থল। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের আয়োজন করে ১৮ দলীয় জোট। সকাল থেকে ১৮ দলের নেতা কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জামায়াত শিবিরের বিভিন্ন এলাকার নেতা কর্মীরা সমাবেশে যোগ দিতে থাকে।
সকাল থেকে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা মঞ্চের সামনে অবস্থান করে। এই সময় তারা তাদের বন্দী নেতা কর্মীদের মুক্তির দাবি এবং সরকারের সমালোচনা করে স্লোগান দেয়। দলের কেন্দ্রীয় নেতাদের ছবি দিয়ে উদ্যানের চারিদিকে রঙ বেরঙের পোস্টারে ভরিয়ে তোলে। বড় বড় গ্যাস বেলুনে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ছবি দিয়ে উড়াতে দেখা যায়।
দুপুর বারটার দিকে মঞ্চ প্রস্তুত হলে ১৮ দলীয় শীর্ষ নেতারা কর্মীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়ে সমাবেশ সফল করার আহ্বান জানান এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে নেতা কর্মীদের উজ্জীবিত করেন।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ১৮ দলীয় জোটের মিছিল আসতে থাকে এবং নির্দলীয় সরকারের দাবিতে স্লোগান দেয়। নির্দলীয় সরকার দিয়ে বর্তমান সরকারের পদত্যাগে বাধ্য করার দাবি জানায় মিছিলকারীরা।
আইন শৃংখলা রক্ষায় পুলিশসহ র্যাবের পর্যাপ্ত অবস্থান দেখা যাচ্ছে। র্যাবের ডগ স্কোয়াড সমাবেশস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, আমরা সমাবেশে আগত নেতা কর্মী এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত রয়েছি। যে কোন ধরনের নাশকতা ঠেকাতে আইন শৃংখলা বাহিনী কাজ করে যাচ্ছে।