২৭-২৯ অক্টোবর হরতাল, সরকারের নির্দেশ মানবেন না: খালেদা

25/10/2013 11:29 amViews: 10

62_Khaleda_251013প্রতিবেদক : সরকার দুই দিনের মধ্যে সংলাপের উদ্যোগ না নিলে প্রাথমিক কর্মসূচি হিসেবে ২৭ অক্টোবর থেকে সারা দেশে তিন দিনের টানা হরতালের কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়া বলেন, দুই দিনের মধ্যে আলোচনার পথ শুরু না করলে ২৭ অক্টোবর ভোর ৬টা থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক হরতাল পালন করা হবে। এ হলো, ১৮ দলের প্রাথমিক কর্মসূচি। এরপরও সরকার কিছু না করলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ২৭ তারিখ থেকে এ সরকারের মেয়াদ শেষ। এরপরই সরকার অবৈধ। তাই এ সরকারের আদেশ মানবেন না।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি হরতালের ঘোষণা দিয়ে এসব কথা বলেন।

খালেদা জিয়া তার বক্তব্যের শুরুতেই অভিযোগ করেন, ১৮ দলের সমাবেশ ঠেকাতে সরকার নিজেই অবরোধ করেছে। গাড়ি বন্ধ করেছে, সারা দেশে ধরপাকড় ও তল্লাশি চালিয়ে ও গণগ্রেপ্তার করে নেতাকর্মীদের হয়রানি করেছে।

আওয়ামী লীগকে উদ্দেশ করে বেগম খালেদা জিয়া বলেন, আপনারা ভোট ছিনতাইয়ের অপচেষ্টা করে দিয়েছেন। জামালপুরের ডিসিকে দিয়ে নৌকা মার্কায় ভোট চাইয়ে এ অপচেষ্টা শুরু করেছেন।

এসময় তিনি সংবাদপত্রে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জনতার সামনে তুলে ধরেন।

খালেদা জিয়া বলেন, আমরা গত পাঁচ বছর শান্ত ছিলাম। কিন্তু এ অপচেষ্টা রোধে আমরা এখন প্রতিরোধ গড়ে তুলবো।

তিনি বলেন, এ পাঁচ বছরে সরকারের উন্নয়ন হলো হলমার্ক, ডেসটিনি আর ব্যাংক থেকে অর্থলুট। আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংকের যে ক্ষতি করেছে তা আগামী ৩০৯ বছরেও পূরণ করা সম্ভব নয়।

এর আগে বিকেল ৪টায় সমাবেশস্থলে আসেন বেগম খালেদা জিয়া। তিনি সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে পৌঁছলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা স্লোগান ও করতালি দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানায়। তারা শিবিরি, শিবির শিবির…… বলে মুহুর্মূহ স্লোগান দিতে থাকে।

খালেদা জিয়া সমাবেশের মঞ্চে উঠেই উপস্থিত নেতাকর্মীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন। নেতাকর্মীরাও বেগম জিয়াকে করতালি দিয়ে শুভেচ্ছ জানান। তবে এ সময় বিএনপির তেমন স্লোগান মঞ্চে এসে পৌঁছেনি।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে এ সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। দুপুর সোয়া ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়

Leave a Reply