জনপ্রশাসনে প্রতিটি ক্ষেত্রেই আজ ডিজিটালের ছোয়া : প্রধানমন্ত্রী

23/07/2016 5:05 pmViews: 9
জনপ্রশাসনে প্রতিটি ক্ষেত্রেই আজ ডিজিটালের ছোয়া : প্রধানমন্ত্রী
 
জনপ্রশাসনে প্রতিটি ক্ষেত্রেই আজ ডিজিটালের ছোয়া : প্রধানমন্ত্রী
‘জনপ্রশাসনে প্রতিটি ক্ষেত্রেই আজ ডিজিটালের ছোয়া রয়েছে। ‘৯৬ ক্ষমতায় এসে আমরা এগুলো পাইনি। তখন থেকেই আমরা এর পরিকল্পনা নিয়েছি।’ ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত জনপ্রশাসন বিভাগের পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, জনপ্রশাসনে বিশেষ অবদানের জন্য এ বছর ৩০ জনকে পদক দেয়া হয়েছে। এ বছর প্রশাসন (অফিস) থেকে ১৩ জন ও মাঠ পর্যায়ের ১৭ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।
বক্তব্যে তিনি পাকিস্তানের ১৯৫৬ সালের ৯ জানুয়ারি প্রকাশিত ডন পত্রিকার এক রিপোর্টকে উদ্বৃত্ত করে বলেন, আপনারাই রিপোর্টটি দেখলে বুঝতে পারবেন তখন বাঙালিদের অবস্থান কি ছিল। কেন্দ্রীয় সরকারের বেসামরিক উচ্চ পদে কেন্দ্রীয় কেবিনেটে কোন বাঙালি ছিল না।
এ সময় প্রধানমন্ত্রী পাকিস্তান আমলের সেই সেনাবাহিনীতে বাঙালিদের অবস্থান নিয়ে কথা বলেন। তিনি জানান,  জেনারেল ছিল ৩ জন। তার মধ্যে বাঙালি ছিল শূন্য জন। মেজর জেনারেল ৩ জনের মধ্যে শূন্য-জন বাঙালি। বিগ্রেডিয়ার ৩৪ জন বাঙালি শূন্য-জন। ৪৯ জন কর্নেলের মধ্যে ১ জন বাঙালি, লেফটেনেন্ট কর্ণেল৯৮ জনের মধ্যে ২ জন বাঙালি ছিল। এ ছাড়াও নৌ বাহিনীর অফিসার ৫৯৪ জনের মধ্যে ৭ জন বাঙালি ছিল। বিমান বাহিনীর ৬৪০ জনের মধ্যে ৪০ জন বাঙালি ছিল।
প্রধানমন্ত্রী এ সময় জনপ্রশাসনের কর্মকর্তাদের দেশের কথা ভেবে কাজ করারও আহ্বান জানান।

Leave a Reply