জনগণের সেবক হিসাবে কাজ করতে হবে
০২ জুন, ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সেবক হিসাবে আমরা কাজ করতে চাই। সরকারি কর্মকর্তাদেরকেও এ বিষয়ে সজাগ থাকতে হবে। সব কিছুই হবে জনগণের কল্যান নিশ্চিত করা। জনকল্যাণকে ঘিরেই আমাদের কাজ আবর্তিত হবে। মঙ্গলবার বিসিএস প্রশাসন একাডেমিতে কোর্স সমাপনি অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান আমলে আমরা অবহেলার স্বীকার হয়েছি।স্বাধীনতা অর্জনের মধ্যদিয়ে আমরা সে অবস্থা থেকে বের হয়ে আসতে পেরেছি। এর আগে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন স্বাস্থ্যখাতে আমরা বেশ কিছু জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছিলো। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। তবে আমরা পুনরায় ক্ষমতায় আসার পর তা আবার চালু করেছি।
আন্তরিকতার সঙ্গে কাজ করলে সীমিত সম্পদ দিয়েও অনেক কিছু করা সম্ভব উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিএনপি যদি ধ্বংসাত্বক কর্মসূচি না চালাতো তাহলে আমরা অনেক কিছু করা সম্ভব হতো। বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক সাফল্য অর্জন করেছি। শিক্ষায়ও যুগান্তকারী পরিবর্তন এসেছে।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক করে দেয়া হবে। শিক্ষা সারা জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষায় বিনিয়োগকে অন্য বিনিয়োগের সঙ্গে তুলনা করলে চলবে না।শিক্ষিত জাতি ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। তিনি বলেন, আমাদের হাতে তিন বছর সময় আছে ঠিক এর মধ্যেই আমরা অনেক কিছু করতে চাই।এই সময়ের মধ্যে আমরা ক্ষুধামূক্ত জাতি গড়ে তুলতে চাই।