জনগণের শক্তিতেই সরকারকে সরাতে হবে: ফখরুল
18/03/2023 9:31 pmViews: 3
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মূলনীতি টাকা পাচার আর দুর্নীতি। এই সরকারের দুর্নীতির ফিরিস্তি দিতে গেলে এক দিনে হবে না, এক মাস লাগবে। যেখানে যাবেন সেখানে দুর্নীতি। এই দুর্নীতি দূর করতে হলে সরকারকে সরাতে হবে। জনগণের শক্তিই সরকারকে সরাতে পারে। শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, টিআইবি’র রিপোর্টে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীকে চিহ্নিত করা হয়েছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়নের চাকরির জন্যও ১৫ লাখ টাকা ঘুষ দিতে হয়। আমি বলেছিলাম এই সরকার বিদ্যুৎ খাতকে দুর্নীতির প্রধান খাত হিসেবে বেছে নিয়েছে। সিআইডি বলেছে দেশ থেকে প্রতি বছর হুণ্ডির মাধ্যমে ৭৫ হাজার কোটি টাকা পাচার হয়।