জনগণের প্রত্যাশা ছিল সর্বোচ্চ শাস্তি : হানিফ

09/10/2013 11:57 amViews: 10

Hanif99999999প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জনগণের প্রত্যাশা ছিল সর্বোচ্চ শাস্তি। বুধবার কারওয়ান বাজারে টিসিবি ভবনের নিজ কার্যালয়ে আলীমের রায়ের পরে তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়া একথা বলেন তিনি।

হানিফ বলেন, বয়স আমলে নিয়ে আদালত এই কুখ্যাত রাজাকার শিরোমণিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।

তিনি বলেন, আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই রায় মেনে নিচ্ছি। অন্য সবাই মেনে নেবেন এটা আমাদের প্রত্যাশা।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ রায় ঘোষণা করেন। রায়ে ট্রাইব্যুনাল বলেন, আলীম যে অপরাধ করেছেন, তা মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য। কিন্তু শারীরিক অবস্থা বিবেচনা করে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে কারাবাসের আদেশ দেওয়া হলো।

Leave a Reply