জনগণকে সম্মান ও মর্যাদার সঙ্গে সেবা দিতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আজ রোববার ঢাকায় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ফিট-লিস্টভুক্ত ইউএনওদের জন্য এক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। তিনি ফিট-লিস্টভুক্ত ইউএনওদের উদ্দেশে বলেন, নিজেদের চাকরির ও সরকারের মর্যাদা রক্ষার জন্য সব ধরনের সেবাপ্রার্থীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। জনপ্রতিনিধি, সাধারণ জনগণ, সংবাদকর্মীসহ সকলকে সম্মান ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে হবে। যেকোনো ধরনের অনিয়ম নিজেদের ও সরকারের ভাবমূর্তি মুহূর্তেই নষ্ট করে দিতে পারে। তাই এসব বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে। বিসিএস প্রশাসন একাডেমীর রেক্টর মোমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে কোর্স পরিচালক ড. আতাউল গণি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করে। দুই সপ্তাহ মেয়াদি এই কোর্সে ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।