জনগণকে সঙ্গে নিয়ে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে: হানিফ

29/04/2019 12:50 pmViews: 3

জনগণকে সঙ্গে নিয়ে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে: হানিফ

জনগণকে সঙ্গে নিয়ে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে: হানিফ
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে’। রবিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৬ জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকার কঠোর অবস্থানে থাকাতেই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিবাদ সম্পূর্ণ র্নিমূল না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করবো।

তিনি আরও বলেন, ‘বিএনপি নেতাদের গণতন্ত্রের প্রতি বিশ্বাস নেই বলেই তারা নির্বাচিতদের সংসদে যাওয়ার বিরোধিতা করছেন। জনগণ ভোট দিয়ে তাদেরকে সংসদের বৈধতা দিয়েছে। আসলে যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়, তারাই সংসদে যাওয়ার বিরুদ্ধে কথা বলে। সংসদে যেতে বাধা দিচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নির্বাচিত বাকীরাও অচিরেই শপথ নিয়ে সংসদে যাবেন বলে আশা করছি’।

 

এর আগে সকাল সাড়ে ৮টায় আওয়ামী লীগের পক্ষ থেকে বনানী কবরস্থানে শেখ জামালের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শেখ জামালের কবরে শ্রদ্ধা নিবেদন করে।

Leave a Reply