জনগণকে রাস্তায় নামার আহ্বান এরশাদের

18/08/2015 5:18 pmViews: 2
জনগণকে রাস্তায় নামার আহ্বান এরশাদের

দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশে শিশু ও নারী হত্যার প্রতিবাদে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

এর পর এইচ এম এরশাদ খোলা গাড়িতে করে প্রেসক্লাব থেকে মতিঝিল পর্যন্ত রাস্তায় নিজেই স্লোগান দেন। একই দাবিতে সারাদেশেই মানববন্ধন পালন করেছে জাতীয় পার্টি।

মানববন্ধবে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, মহিলা পার্টির সাধারণ সম্পাদক মৌসুমী হোসাইন অনন্যা, ছাত্র সমাজের সভাপতি ইফতেকার আহসান হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ উপস্থিত ছিলেন।

সন্ত্রাসীদের সমাজ আমরা চাই না মন্তব্য করে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, মানুষের জীবনের নিরাপত্তা নেই। আপনারা রাস্তায় নেমে প্রতিবাদের ঝড় তুলুন। আমরা আর বসে থাকবো না। তিনি বলেন, আমি সাবেক রাষ্ট্রপতি হিসেবে নই, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নই, একজন সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদ করতে এসেছি। আমি বলতে এসেছি, কেন এমন হচ্ছে? সমাজের সর্বত্র বিশৃঙ্খলা। আমরা আর মানবো না।

শিশু নির্যাতন, নারী লাঞ্ছনার বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, অপরাধ করে অপরাধীরা যদি দেশের বাইরে চলে যায় তাহলে অপরাধ কমবে কি করে? আপনারা আর চুপ থাকবেন না। প্রতিবাদের আওয়াজ তুলুন। তিনি বলেন, গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার, বাঁচার অধিকার। কিন্তু আজ কোথায় বাঁচার অধিকার? সরকারকে বলতে চাই, আমাদের বাঁচার অধিকার কে দেবে?

আমরা ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার মতিঝিলে সমবেত কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, বিবেকের তাড়নায় আমি রাস্তায় নেমেছি। বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব চলছে। এভাবে চলতে পারে না মানুষ পরিবর্তন চায়।

Leave a Reply