‘জনগণকে বিভ্রান্ত করতে বিরোধী দল সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে’
শুক্রবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১৬ দাগ গ্রামের নিজ বাসভবনে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
হানিফ বলেন, বিগত সাড়ে ৪ বছরে বিদ্যুত্, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সহ এ মন কোন খাত নেই যেখানে সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। তিনি বলেন, দেশের উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, বর্তমান সরকার দেশের খাদ্য ঘাটতি কমিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। কৃষকের মুখে ফুটিয়েছে হাসি। খাদ্য নিরাপত্তার দেশ হিসেবে বিশ্ব স্থান করে নিয়েছে। দারিদ্র বিমোচনে বিশেষ অবদান রাখার জন্য বর্তমান সরকার বিশ্বে প্রসংশিত। পেয়েছে সম্মানের এ্যাওয়ার্ড।
তিনি বলেন, ১২ বছর পর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কুষ্টিয়ায় আসছেন। কুষ্টিয়ায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, গড়াই নদী খননসহ নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নে উন্নয়নের সিংহভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী জেলার ১৪টি কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন। আমাদের প্রত্যাশা অনেক। তাই তার কুষ্টিয়ায় সফরকে সুন্দর ও সার্থক করে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
হানিফ বলেন, কুষ্টিয়ায় জননেত্রীর জনসভায় মানুষের ঢল নামাতে হবে। জননেত্রীর কুষ্টিয়ার এই জনসভা দেশে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম হিসেব স্মরনীয় করে তুলতে হবে।
মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, সিনিয়র সহ-সভাপতি হাজী আকতারুজ্জামান মিঠু।
এরপর ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে স্থাপিত বিদ্যুত্ উপকেন্দ্রের সঞ্চালন লাইন পরিদর্শন করেন জনাব হানিফ।
–