জনকের প্রতি জাতির স্বত:স্ফূর্ত শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী হাজার বছরের এ শ্রেষ্ঠ বাঙালির প্রতি স্বত:স্ফূর্তভাবে শ্রদ্ধা নিবেদন করছেন জাতি। পালিত হচ্ছে ব্যাপক আগ্রহ-উদ্দীপনায় জাতীয় শোক দিবস।
জাতীয় শোক দিবসে আজ শনিবার ১৫ আগস্টের প্রথম প্রহরে ধানমন্ডির ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপরেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনতা জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ৩২ নম্বরে শ্রদ্ধার্ঘ্য নিয়ে আসা জনতার ঢল নামে। সকাল পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধানমন্ডির দিকে ফুল হাতে শ্রদ্ধা নিবেদনের জন্য অসংখ্য জনতার ঢল নামতে দেখা গেছে।
এছাড়া শোক দিবস উপলক্ষে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সরকারি ও বেসরকারি ভবনে উড়ছে কালো পতাকা। সারাদেশে কোরআন খানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হচ্ছে। মন্দির, পেগোডা ও গির্জায় আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। এছাড়া আয়োজন করা হয়েছে কাঙালি ভোজ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার ও বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোচনা। দেশব্যাপী ব্যাপক আগ্রহ-উদ্দিপনায় ৪০তম শোক দিবস পালন করছে জাতি নানা আয়োজনের মধ্য দিয়ে।
শনিবার জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিইগলের সুর বেজে উঠে।
পরে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা শেষে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ৬টা ৪২ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
পরে আবার আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপরই দলটির বিভিন্ন সহযোগী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে আজ টুঙ্গিপাড়ায় যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক দিবসের কর্মসূচি সফল করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে সমাধি সৌধ কমপ্লেক্স ও আশপাশ এলাকা।
প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় পৌঁছে সকাল ১০টায় জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে ফাতেহা পাঠ, কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল জাতির পিতাকে রাষ্ট্রীয় সালাম এবং প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবে। বেলা ১১টায় বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল।
বাঙালি জাতির ইতিহাসে অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু এদেশের স্বাধীনতার স্থপতিই ছিলেন না, ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলনসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামেই তার ভূমিকা ছিল ঐতিহাসিক। এই মহানায়কের জন্ম না হলে বিশ্বের বুকে বাংলাদেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। যারা এ মহানায়ককে হত্যা করেছিল, আজকের এই দিনে জাতি ঘৃণাভরে তাদের প্রত্যাখ্যান করছে।