‘জঙ্গি হামলার ঘটনায় জনশক্তি রফতানিতে প্রভাব পড়বে না’

14/07/2016 7:42 pmViews: 6
‘জঙ্গি হামলার ঘটনায় জনশক্তি রফতানিতে প্রভাব পড়বে না’
 
‘জঙ্গি হামলার ঘটনায় জনশক্তি রফতানিতে প্রভাব পড়বে না’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, সাম্প্রতিককালে বাংলাদেশে জঙ্গি হামলা ও সিঙ্গাপুরে চার বাংলাদেশির কারাদণ্ডের ঘটনায় জনশক্তি রফতানিতে প্রভাব পড়বে না। জঙ্গি সমস্যা শুধু বাংলাদেশে না। সারা বিশ্বে। এমনকি সৌদি আরবের মদীনায়ও হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গুলশানের হামলার ঘটনায় বাংলাদেশ সরকার দ্রুততার সঙ্গে যেভাবে পরিস্থিতি সামাল দিয়ে তা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।
সাংবাদিকেদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, বিদেশে বাংলাদেশি কর্মীরা দক্ষতার ও সুনামের সঙ্গে কাজ করে চলেছে। অন্যান্য দেশের কর্মীদের চেয়ে বাংলাদেশি কর্মীদের চাহিদা বেশি। তাই আমরা মনে করি না যে, জঙ্গি হামলার ঘটনায় জনশক্তি রফতানিতে কোনো প্রভাব পড়বে।
এতে প্রবাসী কল্যাণ সচিব বেগম শামসুন্নাহার বলেন, ‘সিঙ্গাপুরের সরকার বলেছে, জঙ্গি কার্যকলাপে অর্থায়নের অপরাধে বাংলাদেশি যে কয়েকজনকে সাজা দেয়া হয়েছে সেগুলো তাদের ব্যক্তিগত অপরাধ। ব্যক্তিক অপরাধীর সঙ্গে তারা বাংলাদেশি কমিউনিটিকে মিলিয়ে ফেলেন না।’

Leave a Reply