জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরে ২৭ বাংলাদেশী গ্রেফতার
এর মধ্যে ২৬ জনকে বাংলাদেশে ফেরতও পাঠানো হয়েছে। বুধবার সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।
ওই বাংলাদেশীরা সিঙ্গাপুরের বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন। খবর এএফপির।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কঠোর অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের অধীনে ওই ব্যক্তিদের আটক করা হয়েছিল। তারা সবাই সন্ত্রাসী সংগঠনগুলোর সশস্ত্র জিহাদের মতাদর্শ সমর্থন করতেন বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।