জঙ্গি মামলায় সেল গঠনে এটর্নি জেনারেল উদ্যোগ নিতে পারেন

24/07/2016 6:18 pmViews: 9
জঙ্গি মামলায় সেল গঠনে এটর্নি জেনারেল উদ্যোগ নিতে পারেন’
 
'জঙ্গি মামলায় সেল গঠনে এটর্নি জেনারেল উদ্যোগ নিতে পারেন'
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জঙ্গিদের জামিন ঠেকাতে এটর্নি জেনারেল নিজেই তার অফিসে সেল তৈরির উদ্যোগ নিতে পারেন।’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী এটর্নি জেনারেলের সঙ্গে সেল গঠন বিষয়ে কথা বলবেন উল্লেখ করে বলেন, ‘একজন অতিরিক্ত এটর্নি জেনারেলের নেতৃত্বে সেল করতে পারেন।’ জঙ্গিদের জামিন ঠেকানোর বিষয়ে গত ১৯ জুলাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটর্নি জেনারেল মাহবুবে আলম জঙ্গিদের জামিন ঠেকানোর বিষয়ে বলেছিলেন, ‘একটা কো-অর্ডিনেশন সেল থাকা দরকার। শুধু তাদের (জঙ্গি) ব্যাপারে পর্যালোচনা করার জন্য। সেই সেল পাবলিক প্রসিকিউটর অফিসের সাথে, আমাদের সাথে অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে যোগাযোগ রক্ষা করবে।’
সেই সময় এটর্নি জেনারেল আরও বলেন, ‘তাদের কম্পিউটারে জঙ্গিদের নাম থাকা উচিৎ। প্রত্যেকটি জেলায় যারা পিঁপিঁ আছেন, তারা যাতে কম্পিউটারে বোতাম টিপলেই সেসব নাম পান। আমার অফিসেও এরকম থাকা উচিৎ, যাতে বোতাম টিপলেই কোন জেলায় সন্ত্রাসের মামলায় কে কে আছে এবং তাদের জামিন কখন হয়েছে বা তাদের জামিন আবেদন কখন করা হয়েছে।’

Leave a Reply