জঙ্গি বিষয়ে তথ্য দিলে পল্লী উন্নয়ন ও সমবায়কর্মীদের পুরস্কার

12/07/2016 4:58 pmViews: 6
জঙ্গি বিষয়ে তথ্য দিলে পল্লী উন্নয়ন ও সমবায়কর্মীদের পুরস্কার
 
জঙ্গি বিষয়ে তথ্য দিলে পল্লী উন্নয়ন ও সমবায়কর্মীদের পুরস্কার
জঙ্গি ও দুষ্কৃতিদের বিষয়ে তথ্য দিলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ।
মঙ্গলবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় এই ঘোষণা দেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্ভাব্য যে কোনো জঙ্গি তত্পরতা রোধে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্ত বিভিন্ন দফতর, অধিদফতর ও সংস্থার নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রয়োজনে বিশেষ বার্তা দিতে নির্দেশনা দেয়া হয়েছে। এ বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি জঙ্গি ও দুষ্কৃতীদের বিষয়ে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।
তবে পুরস্কার হিসেবে কি দেয়া হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

Leave a Reply