জঙ্গি আস্তানা’ থেকে আবুসহ চারজনের মরদেহ উদ্ধার

27/04/2017 7:21 pmViews: 3
‘জঙ্গি আস্তানা’ থেকে আবুসহ চারজনের মরদেহ উদ্ধার
 
'জঙ্গি আস্তানা' থেকে আবুসহ চারজনের মরদেহ উদ্ধার
জঙ্গি সংগঠন জেএমবি সদস্য আবুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে রাজশাহী রেঞ্জের ডি্ইজি খুরশিদ আলম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অপারেশন ‘ইগল হান্ট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ওই আস্তানা থেকে জঙ্গি সংগঠন জেএমবি সদস্য আবুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। তারা আত্মঘাতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জেএমবির সদস্য আবুর স্ত্রী এবং সন্তানকে জীবিত উদ্ধার করা হয়। তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বিকেল ৪টার দিকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে আহ্বান জানায় পুলিশ। সে সময় এ আহ্বানে কেউ সাড়া দেয়নি। ওই আহ্বানের পর একপর্যায়ে ‘জঙ্গি আস্তানা’থেকে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর বিকেল পাঁচটার দিকে ওই নারীকে উদ্ধার করা হয়।
শিবগঞ্জের জঙ্গি আস্তানায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে অভিযান শুরু হয়। নিরাপত্তার স্বার্থে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সাংবাদিকসহ সকল শ্রেণির মানুষকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের বিভিন্ন ইউনিট সতর্ক অবস্থায় রয়েছে।

Leave a Reply