জঙ্গি আস্তানা: আটক জেএমবিদের বিরুদ্ধে মামলা

25/12/2015 6:05 pmViews: 8
জঙ্গি আস্তানা: আটক জেএমবিদের বিরুদ্ধে মামলা

 

রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানা থেকে আটক ৩ জেএমবি নেতাসহ ৫ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে শাহআলী থানায় এ মামলা দায়ের করা হয় বলে জানা গেছে। মামলায় অজ্ঞাত আরো ৬ জনকে আসামি করা হয়েছে। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বুধবার গভীর রাতে মিরপুর-১ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ৯ নম্বর সড়কের ৩ নম্বর বাড়িটি ঘিরে ফেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারপর ছয়তলা ওই বাড়িটিতে রাত ১টা থেকে শুরু করে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত চলে অভিযান। প্রায় ১৫ ঘণ্টার এ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ নিষিদ্ধ ঘোষিত জেএমবির (জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ) সাত সদস্যকে আটক করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে ১৬টি হাতে তৈরি গ্রেনেড, দুটি হাতবোমা, কয়েকটি সুইসাইডাল ভেস্ট (আত্মঘাতী হামলায় বোমা বহনে ব্যবহৃত বিশেষ ধরনের বেল্ট), ১৬ রাউন্ড গুলি, দুটি পাইপ বোমা ও দুই শতাধিক গ্রেনেড তৈরির উপকরণ।

এ অভিযানে ডিবির সঙ্গে অংশ নেয় র‌্যাব ও সোয়াত টিমের সদস্যরা। উদ্ধারকৃত গ্রেনেড ও বোমা পাশের একটি মাঠে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহৃত এ বাড়িটির জমির মালিক স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ভূঁইয়া।

Leave a Reply