জঙ্গি আস্তানায় অভিযান, গ্রেফতার ৭
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, অভিযানে এখন পর্যন্ত সাতজন জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কমপক্ষে তিনজন জঙ্গি সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য। আমরা খুব সতর্কতার সঙ্গে এ অভিযান পরিচালনা করছি। তবে এখন অভিযান সমাপ্তির পথে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি অভিযান। বেশ কিছু বোমা পাওয়া গেছে। বিভিন্ন অভিযানে যেসব বোমা পাওয়া যায়, এগুলো তেমন-ই।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে জঙ্গি আস্তানা সন্দেহে পুলিশ ওই বাড়ি ঘিরে ফেলে। পরবর্তীতে পুলিশ ছাড়াও সেখানে বিপুলসংখ্যক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য মোতায়েন করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) জাহাঙ্গীর আলম বলেন, শাহ আলি থানার ৯ নম্বর রোডের ‘এ’ ব্লকে ওই বাড়িতে নিষিদ্ধ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের অবস্থানের তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহীন মণ্ডল জানান, আজ ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বড়িটি ঘিরে রাখা হয়।