জঙ্গি অর্থায়ন: জামিনে মুক্তি পেলেন ২ আইনজীবী
শহীদ হামজা ব্রিগেড নামে একটি জঙ্গি সংগঠনকে অর্থায়নের অভিযোগে গ্রেফতার তিন আইনজীবীর মধ্যে দুইজনকে জামিন দিয়েছেন আদালত।
চট্টগ্রামে অবকাশ কালিন আদালতের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলামের আদালত সোমবার তাদের জামিন আদেশ দিলেও আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়া দুই আইনজীবী হলেন- হাইকোর্টের আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপন। তারা সুপ্রীম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী মহিলা আইনজীবী ফোরামের নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানার সহযোগী। একই মামলায় বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা জেলে রয়েছেন।
শহীদ হামজা ব্রিগেড নামে একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য ১ কোটি ৮ লাখ টাকা যোগান দেয়ার অভিযোগে ব্যারিস্টার শাকিলা ও তার দুই সহযোগী আইনজীবীকে গ্রেফতার করা হয়। চলতি বছরের ১৮ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডির চেম্বার থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হাটহাজারী ও বাঁশখালী থানায় সন্ত্রাস দমন আইনের পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার জানান, দু’টি মামলায় জেলা ও দায়রা জজ আদালত আইনজীবী হাজানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনকে জামিন দিয়েছেন। চট্টগ্রামে কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদ হোসেন জানান, জামিনের কাগজপত্র কারাগারে আসার পর তা যাচাই-বাছাই করে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দুই আইনজীবীকে জেল থেকে মুক্তি দেয়া হয়েছে।