জঙ্গিরা জান্নাতে নয়, জাহান্নামে যাবে: নৌমন্ত্রী

08/10/2016 4:17 pmViews: 8
জঙ্গিরা জান্নাতে নয়, জাহান্নামে যাবে: নৌমন্ত্রী
 
জঙ্গিরা জান্নাতে নয়, জাহান্নামে যাবে: নৌমন্ত্রী
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিরা কখনই জান্নাতে নয়, বরং তারা জাহান্নামে যাবে। শনিবার সকালে মাদারীপুর কুলপদ্বী শশ্মানঘাট দুর্গা মন্দির পরির্দশনকালে প্রধান অতিথির বক্তব্যে কিনি এসব কথা বলেন।
শাহজাহা খান বলেন, দেবী দুর্গা যেভাবে অসুরকে বধ করেছেন তেমনি জঙ্গিদের ধরে ধরে বধ করে তাদের কার্যকলাপ ধ্বংস করা হবে।
তিনি বলেন, কে বলে জঙ্গিরা ধর্মের, কে বলে তারা ইসলামের। যারা রমজান মাসে মানুষ হত্যা করতে পারে তারা কখনই মুসলমান হতে পারে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনছার উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে এবং জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রাণতোষ মন্ডল।-বাসস।

Leave a Reply