জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে সৌদি আরবের সঙ্গী হবে বাংলাদেশ

07/01/2016 12:51 pmViews: 8
জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে সৌদি আরবের সঙ্গী হবে বাংলাদেশ
 
জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে সৌদি আরবের সঙ্গী হবে বাংলাদেশ
সৌদি আরবে সফররত বাংলাদেেশর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ বলেছেন জঙ্গি ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির সঙ্গে যোগ দেবে। বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইরের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।
বাংলাদেশ তেহরানে সৌদি দূতাবাসে হামলার নিন্দা করেছে এবং বলেছে এটা ভিয়েনা কনভেনশনের পরিষ্কার লঙ্ঘন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ সৌদি সরকারের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। হাসান মাহমুদ বলেন, দুই মন্ত্রী এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা করেছে। এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে নিজেদের মতামত প্রকাশ করেছে। এছাড়া জাতিসংঘ, ওআইসি সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতার কথাও জানিয়েছে।
উল্লেখ্য, সৌদি আরব সম্প্রতি ৩৪ টি দেশ সঙ্গে নিয়ে জঙ্গিবাদ বিরোধী জোট গড়ে তুলেছে। বিতর্কিত এই জোটে বাংলাদেশও রয়েছে।
দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার সময়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কয়েকজন ডেপুটি মন্ত্রী উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশি, ডেপুটি চিফ মিশন নজরুল ইসলাম, জেদ্দার কনসাল জেনারেল শহিদুল করিম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক আসিফ রহমান উপস্থিত ছিলেন।
হাসান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৌদি বাদশাহর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বলেন, মার্চ থেকে মে মাসের মধ্যে সৌদি সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনাকে স্বাগত জানিয়ে বলেন, সৌদি বাদশাহ সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অতিথি হিসেবে পেলে খুশি হবেন। তিনি বলেন, ভ্রাতাসুলভ এই দুই দেশের মধ্যে অনেক বছর ধরেই ভালো সম্পর্ক বিরাজ করছে।
সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ শ্রমিক নেবে যার মধ্যে চিকিৎসক ও নার্স ও নেয়া হবে। এই বিষয়ে পরিদর্শনে বাংলাদেশে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। হাসান মাহমুদের জেদ্দায় বৃহস্পতিবার ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply