জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে
১১ জুন, ২০১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।
বৃহস্পতিবার দুপুরে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের নবনির্মিত বাণিজ্যিক ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সন্ত্রাস, জঙ্গিবাদের চারণভূমি ছিল।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই তা দমন করেছে।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সন্ত্রাসমুক্ত দেশ হবে বলেও মন্তব্য করেন তিনি।
সারা দেশে যত তাণ্ডব হয়েছে, গোয়েন্দা সংস্থার পাশাপশি পুলিশ সদস্যরা তা দমনে যথাযথ ভূমিকা পালন করেছে বলে উল্ল্যেখ করেন প্রধানমন্ত্রী। তিনি এজন্য পুলিশ সদস্যদেরকেও ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, এই দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেই আমরা কাজ করি। চেষ্টা করি দেশের মানুষের মাঝে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনার। দেশের পুলিশেরও একই দায়িত্ব পালন করা দরকার।
পুলিশ সদস্যদের তিনি বলেন, অনেক কিছু আপনারা চাননি। আমরা নিজেরাই আপনাদের সুব্যবস্থা করে দিয়েছি।