জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই বিশ্বাস নয়, শুভ বনাম অশুভর লড়াই: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই কোনো ধর্মীয় বিশ্বাসের লড়াই নয় বরং এটি শুভ বনাম অশুভর লড়াই। রবিবার দেয়া ভাষণে তিনি আরব দেশগুলোকে বলেন, ইসলামি উগ্রবাদ মোকাবেলায় সক্রিয় অংশগ্রহণ করতে হবে আপনাদের।
নিজের প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন ডোনাল্ড ট্রাম্প যেখানে আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দিতে চারদিনের সরকারি সফরে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদ গেছেন।
নির্বাচনী প্রচারণার সময়ে মুসলিম নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি ও ৭টি মুসলিম দেশের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ দেয়ার কারণে মুসলিম বিশ্বে নেতিবাচক বিতর্কিত চরিত্র হিসেবেই পরিচিত ট্রাম্প। কিন্তু সৌদি রাজধানী রিয়াদে দেয়া ভাষণে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইকে বিশ্বাসের লড়াই বলে অভিহিত করেননি ট্রাম্প। তিনি বলেন, এটা হচ্ছে বর্বর অপরাধী যারা মানুষকে হত্যা করতে প্ররোচিত ও সব ধর্মের সুশীল মানুষ যারা এটি রক্ষা করতে উদ্বুদ্ধ তাদের যুদ্ধ। এর অর্থ হচ্ছে ইসলামি উগ্রবাদী সমস্যা এবং এটি যে ইসলামি উগ্রবাদী গোষ্ঠীদের অনুপ্রাণিত করে তাদের মুখোমুখি হওয়া। অর্থাৎ নিরীহ মুসলিমদের হত্যা, নারী নির্যাতন, ইহুদিদের নির্যাতন এবং খ্রিস্টানদের হত্যাযজ্ঞের বিরুদ্ধে একযোগে লড়াই করা।
‘আমেরিকা ফার্স্ট’ পলিসিতে নির্বাচন জেতা ট্রাম্প বলেন, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করবে তবে মধ্যপ্রাচ্যর লড়াইয়ে জোরালো অংশগ্রহণ থাকতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে, কিন্তু শান্তির পথে যাত্রা এই প্রাচীন পবিত্র ভূমি থেকে শুরু হবে।
ট্রাম্প বলেন, আমরা আপনাদের বলতে আসিনি কিভাবে আপনাদের জীবনচর্যা পরিচালনা করবেন, কি করবেন, অথবা কিভাবে প্রার্থনা করবেন। কিন্তু আমরা এই অশুভ শক্তিকে একমাত্র তখনই পরাজিত করতে পারবো যখন শুভ শক্তি একতাবদ্ধ ও শক্তিশালী। এবং এই ঘরে উপস্থিত সবাই লড়াইয়ের প্রযোজ্য ভাগটা বুঝে নেন। মধ্যপ্রাচ্য অবশ্যই এটা ভেবে বসে থাকতে পারে না যে যুক্তরাষ্ট্র তাদের শত্রুকে ধ্বংস করবে। রয়টার্স ও এনবিসি।